ভেনেজুয়েলায় ফিরলেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো

Looks like you've blocked notifications!
ভেনেজুয়েলায় ফিরে সমাবেশে যোগ দেন দেশটির বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। ছবি : সংগৃহীত

গ্রেপ্তারের ঝুঁকি মাথায় নিয়ে ভেনেজুয়েলায় ফিরেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। সোমবার কারাকাসে ফেরার পর শত শত দলীয় সমর্থক তাঁকে স্বাগত জানান।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকদের সঙ্গে নিয়ে সোমবার বলিভার বিমানবন্দরে নামেন গুয়াইদো। এরপরই কারাকাসের পূর্বাঞ্চলীয় জেলা লাস মার্সিডিজে সরকারবিরোধী নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি।

গত মাসে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী বিরোধীদলীয় নেতা গুয়াইদো। এরপর দেশটির সুপ্রিম কোর্ট তাঁর বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তিনি সে নিষেধাজ্ঞা অমান্য করে লাতিন আমেরিকার কয়েকটি দেশ সফরে যান। তাই দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমন আশঙ্কা ছিল। বিদেশে অব্স্থানকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন হুয়ান গুয়াইদো।