এবার একসঙ্গে দুই বছরের নোবেল সাহিত্য পুরস্কার

Looks like you've blocked notifications!

চলতি বছর নোবেল সাহিত্য পুরস্কার দেবে সুইডিশ একাডেমি। গত বছর সাহিত্যে ওই পুরস্কার দেওয়া হয়নি। এবার চলতি বছরের সঙ্গে গত বছরের পুরস্কারও দেওয়া হবে।

গতবার যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় পুরস্কার প্রদান স্থগিত রাখে নোবেল ফাউন্ডেশন। এ কারণে ২০১৮ এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার একসঙ্গে দেওয়া হবে।

মঙ্গলবার নোবেল ফাউন্ডেশন এক বৈঠকের পর জানানো হয়, নোবেল কমিটির ওপর আস্থা ফিরিয়ে আনতে গতবারের স্থগিত করা পুরস্কারের বিজয়ীর নামও ঘোষণা করা হবে। সুইডেনের দৈনিক ডগেন্স ন্যুহেতের’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। পত্রিকাটি সাহিত্য একাডেমির প্রধানের উদ্ধৃতিসহ এ খবর ছেপেছে।

নোবেল সাহিত্য পুরস্কার প্রদানের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সুইডিশ একাডেমির এক বোর্ড সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং এক প্রকার প্রতিরোধের মুখে পড়ে প্রধমবারের মতো নোবেল ফাউন্ডেশন ২০১৮ সালের পুরস্কার প্রদান কার্যক্রম স্থগিত রাখে। ওই বোর্ড সদস্যের স্বামী যৌন কেলেঙ্কারিতে কারাবন্দি রয়েছেন।