জম্মুতে গ্রেনেড বিস্ফোরণে নিহত ১, আহত ২৮

Looks like you've blocked notifications!
জম্মু বাসস্ট্যান্ডের গ্রেনেড হামলাস্থল পাহারা দিচ্ছে পুলিশ। ছবি : রয়টার্স

ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলার এক মাসের মধ্যেই আবার জঙ্গি হামলা হয়েছে ওই উপত্যকায়। আজ বৃহস্পতিবার জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় ২৯ জন আহত হন।

আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আহতদের  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, জম্মুর সরকারি বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতরে ওই হামলা চালানো হয়। বাসটি দিল্লির জন্য রওনা হওয়ার কথা ছিল। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ঘটনাস্থলে ডগ স্কোয়াড আনা হয়েছে। আশপাশের এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

জম্মু পুলিশের এক শীর্ষ কর্মকর্তা মণীষ কুমার জানান, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ গ্রেনেড হামলা হয় বাসটিতে।

জম্মু বাসন্ট্যান্ড ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত। এই বাসস্ট্যান্ড থেকে কাশ্মীর, পাঞ্জাব ও দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় বাস ছেড়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতোই এদিনও ভিড় বাড়তে থাকে এখানে। বেলা ১২টার দিকে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণে একাধিক বাসের ক্ষতি হয়। আপাতত বাসস্ট্যান্ড থেকে বাস গমনাগমন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। বিস্ফোরণের পরই জম্মু-কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।