মেক্সিকোর নাইট ক্লাবে গোলাগুলিতে ১৫ জন নিহত

Looks like you've blocked notifications!

মেক্সিকোর একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত ও আহত হয়েছেন আরো সাতজন।

গতকাল শনিবার মেক্সিকোর গুয়ানজুয়ানো রাজ্যের সালামানকা শহরে লা প্লায়া ম্যানস ক্লাবে এ ঘটনা ঘটে।

মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। তবে কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, তিনটি ভ্যানে করে ওই বন্দুকধারীরা ক্লাবের সামনে পৌঁছেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

সালামানকা শহরটিতে তেল চুরি নিয়ে বেশ কয়েকটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে বলে জানায় রয়টার্স।

এর মধ্যেই এলাকাটির তেল চুরির চক্রগুলো থেকে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে হুমকি দেওয়া হয়েছিল, এলাকাটি থেকে যেন তেল চুরির চক্রগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া বাহিনীগুলোকে সরিয়ে নেওয়া হয়। আর এই হুমকির পরেই ঘটল এ ঘটনা।