অস্ত্র আইন পরিবর্তনে ‘নীতিগতভাবে সম্মত’ নিউজিল্যান্ডের কেবিনেট
ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনার পর নিউজিল্যান্ডের মন্ত্রিসভা অস্ত্র আইন পরিবর্তনের ব্যাপারে ‘নীতিগতভাবে সম্মতি’ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত জামিনবিহীন রিমান্ড দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক শেষে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আজ সোমবার বলেন, ‘ভয়াবহ ঘটনার ১০ দিনের মধ্যে আমরা আমাদের অস্ত্র আইনের নতুন সংশোধনী ঘোষণা করব। আমি বিশ্বাস করি, এটা আমাদের দেশকে অনেকটাই নিরাপদ করবে।’
মন্ত্রিসভার সদস্যদের সর্বসম্মতিতে সেটা হবে বলেও জানান জেসিন্ডা আরডার্ন।
গত শুক্রবার জুমার নামাজের সময় কালো কাপড় ও হেলমেট পরা এক বন্দুকধারী ক্রাইস্টচার্চ শহরে হ্যাগিল পার্ক এলাকায় আল নুর মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি করে শুরু করে। এতে সর্বশেষ ৫০ জন নিহত হয়েছে। এর মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন। এ সময় শহরের আরো একটি মসজিদে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় অনলাইনে সরাসরি হামলার ভিডিওচিত্র সম্প্রচারকারী এক বন্দুকধারীর নাম ব্রেন্টন ট্যারান্ট। ব্রেন্টন নিজেকে একজন সাধারণ শ্বেতাঙ্গ হিসেবে পরিচয় দেয়। মূলত শ্বেতাঙ্গদের ভূখণ্ড কখনোই অনুপ্রবেশকারীদের হবে না, এটা বুঝিয়ে দিতেই ওই হামলা চালানো হয় বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে ব্রেন্টনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত ব্রেন্টন ট্যারান্টের জামিনবিহীন রিমান্ড মঞ্জুর করেন। এতে আগামী ৫ এপ্রিল পর্যন্ত পুলিশ ব্রেন্টনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ওই দিন তাকে সাউথ আইল্যান্ড সিটি হাইকোর্টে তোলা হবে।
ঘটনার পর পরই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন অস্ত্র আইন পরিবর্তনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। আজকের সংবাদ সম্মেলনে তিনি অস্ত্র আইনের নতুন সংশোধনীর ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি। তবে এ ধরনের ভয়াবহ ঘটনার পর তিনি স্বয়ংক্রিয় (অ্যাটোমেটিক) অস্ত্র নিষিদ্ধের পক্ষে বলে জানান।