এখনই আফগানিস্তান ছাড়ছে না মার্কিন সেনা
ঘোষণা দেওয়ার পরও এখনই আফগানিস্তান ছাড়ছে না মার্কিন সেনা। অতিরিক্ত আরো এক বছর মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে থাকবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। প্রেসিডেন্ট বারাক ওবামা নিরাপত্তা বিশ্লেষক এবং আফগান মিত্রদের সঙ্গে অনেক আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে পেন্টাগনের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তানে বর্তমানে নয় হাজার ৮০০ মার্কিন সেনা রয়েছে। আগামী বছরের শেষ পর্যন্ত এসব সেনা দেশটিতে অবস্থান করবে বলে জানানো হয়েছিল। কিন্তু নতুন ঘোষণায় জানানো হয়েছে, ২০১৭ সাল নাগাদ সাড়ে পাঁচ হাজার সেনা ফিরিয়ে নেওয়া হবে। আর অবশিষ্টরা দূতাবাসসহ মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখার জন্য দেশটিতে অবস্থান করবে।
মার্কিন সেনাবাহিনী অবস্থানের মধ্যেও আফগানিস্তানে সহিংসতা থামছে না। গত মাসে আফগান তালেবান দেশটির কুন্দুজ শহরের দখল নেয়, যা ২০০১ সালে তালেবানের ক্ষমতাচ্যুতির পর সবচেয়ে বড় সাফল্য। ওই ঘটনার কয়েক দিন পর মার্কিন কমান্ডার জেনারেল জন ক্যাম্বল আফগানিস্তানে সেনাসংখ্যা বাড়ানোর দাবি করেন। তার পরই এ ধরনের সিদ্ধান্ত নিলেন ওবামা।