থাইল্যান্ডে নির্বাচন, সেনা সমর্থিত দলই এগিয়ে

Looks like you've blocked notifications!
নির্বাচনে ভোট দেন সাবেক সেনাপ্রধান প্রাউথ চান-উচা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে সেনা সমর্থিত দল এগিয়ে আছে। বর্তমান প্রধানমন্ত্রী জেনারেল প্রাউথ চান-উচার দল পালাং প্রাচা রাথ পার্টি (পিপিআরপি) বিপুল ব্যবধানে এগিয়ে আছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

থাইল্যান্ডে ২০১৪ সালের সেনা অভ্যুত্থানের পরে প্রথমবারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

রোববার ভোট গ্রহণ শেষে গভীর রাতে নির্বাচন কমিশনার জানায় , প্রায় ৯০ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত পালাং প্রাচা রাথ পার্টি (পিপিআরপি) প্রায় ৭৬ লাখ ভোট পেয়েছে। যা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল পুয়ে থাই পার্টির চেয়ে পাঁচ লাখ বেশি।

এদিকে নির্বাচন কমিশন কোনো নির্দেশনা ছাড়াই পূর্ণাঙ্গ ফল প্রকাশে দেরী করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, আজ সোমবার পর্যন্ত স্থানীয় সংবাদপত্রের তথ্য, নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের মধ্যেও বিস্তর পার্থক্য আছে।

এ নির্বাচনে ভোটার সংখ্যা ৫ কোটিরও বেশি।  ভোট পড়েছে মাত্র ৬৪ শতাংশ। এ নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।

নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন,‌ ‌‘ভোট কম পড়ার পেছনে নতুন ভোটারদের ভোট প্রদানের অনভিজ্ঞতাই দায়ী।’

নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে থাইল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে। এ নির্বাচনের উত্তাপ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যেমেও।