উগ্র শ্বেতাঙ্গ ও বিচ্ছিন্নতাবাদীদের নিষিদ্ধ করবে ফেসবুক

Looks like you've blocked notifications!

উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী, বিচ্ছিন্নতাবাদীসহ তাদের সমর্থন ও প্রতিনিধিত্ব করা ব্যক্তিদের নিষিদ্ধ করবে ফেসবুক। ব্লক করে দেওয়া হবে এসব ব্যক্তিদের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট।

আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এ ছাড়াও ফেসবুক প্রতিশ্রুতি দিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাবে, তাদের গতিবিধি সনাক্ত করার সামর্থ অর্জন করে তাদেরকেও সরিয়ে দেওয়া হবে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একজন সন্ত্রাসী হত্যাকাণ্ড চালানোর সময় সেটি ফেসবুকে লাইভ দেখায়। এরপরই চাপের মুখে পড়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এই হত্যাকাণ্ডের পরই বিভিন্ন দেশের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এসব ব্যাপারে আরো দায়িত্বশীল হতে বলেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র পোস্টম্যান না, তারা প্রকাশকও।’ তাই এসব ব্যাপারে তাদের দায় আছে বলেও জানান জেসিন্ডা আরডার্ন।

ফেসবুক স্বীকার করেছে, ক্রাইস্টচার্চে হত্যাকাণ্ড চালানোর লাইভ ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার আগে সেটি চার হাজার বার দেখা হয়েছে।

তবে এরপরই আপলোড করা ওই ভিডিওর ১০ লাখেরও বেশি কপি ব্লক করে আরো তিন লাখ কন্টেন্ট মুছে দিয়েছে ফেসবুক।