নাগরিকদের ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সন্ত্রাসী হামলার আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের আবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বার্তায় এ সতর্কতার কথা বলা হয়।
দূতাবাসের এ বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো বিদেশিদের নিরাপত্তা বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর পরও সন্ত্রাসীদের হুমকি বাস্তব ও বিশ্বাসযোগ্য।’
বার্তায় আরো বলা হয়, ‘বাংলাদেশে ভ্রমণ কিংবা অবস্থানরত নাগরিকদের নিজ নিরাপত্তা এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে।’
ওই বার্তায় যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জনাকীর্ণ পাবলিক স্থানগুলোতে যেতে মানা করা হয়েছে। হেঁটে, মোটরসাইকেল, বাইকেল কিংবা রিকশায় চড়ে তাঁদের ভ্রমণ নিষেধ করা হয়েছে। একই সঙ্গে দূতাবাসের অনুমতি ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিকমানের হোটেলে কোনো গণজমায়েতে যোগ না দিতেও বলা হয়েছে।
ইতালির নাগরিক চেসারে তাভেলা ও জাপানের নাগরিক হোশি কুনিও হত্যার পর সম্প্রতি নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী হামলার আশঙ্কায় দূতাবাসের পক্ষ থেকে একই ধরনের সতর্কতা আবার জারি করা হলো।