ব্রেক্সিটের আগেই ব্রিটেনের পাসপোর্টে নেই ইইউর নাম

Looks like you've blocked notifications!
যুক্তরাজ্যের নতুন পাসপোর্টে নেই ইইউর নাম। ছবি : সংগৃহীত

ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের আগেই ব্রিটেনের নতুন পাসপোর্ট থেকে বাদ দেওয়া হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাম।

গত ৩০ মার্চ থেকে ইইউর নাম বাদ দিয়ে নতুন পাসপোর্ট চালু করেছে যুক্তরাজ্য।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের কথা ছিল। এর পরদিনই ৩০ মার্চ ইইউর নাম ছাড়া নতুন পাসপোর্ট চালু করে দেশটি। কিন্তু ব্রেক্সিট চুক্তিতে পার্লামেন্টের সদস্যদের মতের অমিল থাকায় এই চুক্তির বাস্তবায়ন আরো দুই সপ্তাহ বাড়ানো হয়।

ব্রেক্সিট চুক্তির আগেই পাসপোর্টে ইইউর নাম বাদ দেওয়ায় কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন লেখা না থাকলেও ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে কোনো অসুবিধা হবে না।’

এদিকে এখনো কেউ কেউ পাসপোর্টের নতুন সংস্করণ পাননি বলেও জানা গেছে।

কর্তৃপক্ষ বলছে, অনেক পুরোনো পাসপোর্ট রয়ে গেছে। সেগুলো শেষ না হওয়া পর্যন্ত কেউ কেউ নতুন পাসপোর্ট পাবেন না।

এদিকে পাসপোর্টে ইইউর নাম বাদ দেওয়ায় অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

নতুন পাসপোর্ট পাওয়ার পর সুশান হিন্ডেল ব্যারন নামের এক ব্যক্তি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার আগেই এর নাম বাদ দেওয়া উচিত হয়নি।’

সুশান আরো বলেন, ‘আমরা এখনো ইইউর সদস্য। ইইউ ছাড়ার আগেই পাসপোর্টে এ ধরনের পরিবর্তন দেখে আমি অনেক অবাক হয়েছি।’

এ ছাড়া ব্রেক্সিট চুক্তির সমালোচনা করে সুশান বলেন, ‘এই চুক্তির ফলে আমরা অনেক কিছুই হারাতে চলেছি।’