সাগরে আছড়ে পড়েছে জাপানি যুদ্ধবিমান, পাইলট নিখোঁজ

Looks like you've blocked notifications!

জাপানের একটি যুদ্ধবিমান প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই যুদ্ধবিমানের পাইলট।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জাপানের এফ৩৫ যুদ্ধবিমানটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মিসাওয়া শহরের ১৩৫ কিলোমিটার পূর্বে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

পরে আজ বুধবার জাপানের সামরিক বাহিনী থেকে জানানো হয়, অভিযান চালিয়ে নিখোঁজের একদিন পর প্রশান্ত মহাসাগর থেকে বিমানটির বিভিন্ন অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই বিমানের পাইলট এখনো নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা।

মাত্র এক বছরের পুরোনো এই বিমানটির সংযোগ কেন বিচ্ছিন্ন হলো এবং কেন এই দুর্ঘটনা ঘটল, এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে অনুযায়ী, এর আগে ওই যুদ্ধবিমানের কোনো ধরনের ত্রুটি ধরা পড়েনি।

সংবাদ সংস্থা কিয়োডোর বরাত দিয়ে বিবিসি জানায়, উদ্ধারকর্মীরা নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন।

এদিকে ওই যুদ্ধবিমানটি নিখোঁজের সময় এফ৩৫ মডেলের আরো তিনটি যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য উড্ডয়নরত ছিল।

এফ৩৫ যুদ্ধবিমানের দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস এফ৩৫বি বিমানটি গত সেপ্টেম্বরে দক্ষিণ ক্যারোলাইনার বিউফোর্টে বিধ্বস্ত হয়েছিল।

এফ৩৫ বিমানটির তিনটি সংস্করণ রয়েছে। জাপানের যে বিমানটি প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে, সেটির মডেল ছিল এফ৩৫-এ। অন্য যে বিমানটি যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত হয়েছিল, সেটির মডেল এফ৩৫-বি। আর এফ৩৫-সি মডেলের বিমান যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ব্যবহার করে আসছে।