চলন্ত রেলের বগি উল্টে গিয়ে পড়ল মানুষের ওপর
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে চলন্ত ট্রেনের বগি উল্টে অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন। এদের মাঝে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার রাত ১টার দিকে রাজ্যের কানপুর শহরসংলগ্ন রোমা স্টেশনে হাওড়া-নয়াদিল্লি পথের পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়, যার মধ্যে চারটি কামরা উল্টে যায়। ট্রেনটি এ সময় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলছিল।
পরে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪৫ সদস্য। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। আহতদের উদ্ধার করা হলে প্রায় ১০ থেকে ১৫টি অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ভারতের উত্তর রেলের জনসংযোগ আধিকারিক জানান, গতকাল রাতে ১২টা বেজে ৫৪ মিনিটের দিকে ট্রেনটি কানপুরের কাছে রোমা স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের মোট ১৪টি কামরার মধ্যে ১২টি কামরা বেলাইন হয়ে যায়। যার মধ্যে চারটি কামরা উল্টে যায়। তবে যাত্রীরা কেউ নিহত হননি।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিল। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পথে ট্রেন চলাচল ব্যহত হয়। অন্তত ১৩টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।
এ দুর্ঘটনায় আহত যাত্রীদের খোঁজখবর নেওয়ার জন্য হাওড়া ও কানপুরে হেলপলাইন খোলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।