শ্রীলঙ্কায় নিহত ১৩ কোটি ৮০ লাখ! ট্রাম্পের টুইট

Looks like you've blocked notifications!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেই টুইটবার্তা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় সমবেদনা জানাতে গিয়ে ভুল করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প প্রথমে লেখেন, ‘দক্ষিণ এশিয়ার একটি দেশে ইস্টার সানডের অনুষ্ঠানে ১৩৮ মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটেছে। যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

টুইট পোস্টটি সংশোধন করে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘শ্রীলঙ্কার কলম্বোয় চার্চে ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত প্রায় ১৪০ জন এবং ৬ শতাধিক আহতের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা। আমরা এ ঘটনায় যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

হামলার পর ভুয়া খবর যাতে না ছড়ায় সেব্যাপারে সতর্ক করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যাচাই করা ছাড়া কোনো খবর যেন সাংবাদিকরা না প্রকাশ করেন।

রোববার থেমে থেমে ওই বোমা হামলায় এ পর্যন্ত ১৫৬ জন নিহত হয়েছে এবং আহত চার শতাধিক। তবে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ইস্টার সানডের প্রার্থনার সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।’

জানা যায়, কলম্বোর কোচ্চিকাড়ের অ্যান্টলি গির্জা ও কাতুয়াপিতিয়ার সেন্ট সিবেস্টিয়ান গির্জাসহ একাধিক জায়গায় বোমা হামলার ঘটনা ঘটে। এ ছাড়া সাংরি লা, সিনামন গ্র্যান্ডের মতো পাঁচ তারকা বিলাসবহুল হোটেলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটির মাত্র ছয় শতাংশ ক্যাথলিক খ্রিস্টান। ইস্টার সানডের প্রার্থনার জন্য খ্রিস্টানরা গির্জাগুলোতে জড়ো হচ্ছিলেন। ওই সময়ই একের পর এক বিস্ফোরণগুলো ঘটে।