শ্রীলঙ্কায় সিরিজ বোমার ঘটনায় ৭ জন আটক

Looks like you've blocked notifications!
রোববার শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে আটটি বোমা হামলায় ২০৭ জন নিহতের ঘটনায় সন্দেহভাজন ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডের অনুষ্ঠানে সিরিজ বোমা হামলায় সাতজনকে আটক করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

কলম্বোর উপশহর দেমাতাগোদা থেকে দুইজনসহ রোববার বিকেল নাগাদ হামলায় জড়িত সন্দেহে ৭জনকে আটক করার কথা জানানো হয়।

তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

খ্রিস্টধর্মাবলম্বীদের ইস্টার সানডে প্রার্থনায় রোববার সকাল থেকে গির্জা ও হোটেলে আটটি বোমার বিস্ফোরণ ঘটে। সর্বশেষ তথ্য মতে, এতে ২০৭ জনের প্রাণহানি ঘটেছে এবং ৪৫০ জন আহত হয়েছে।

শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের নেগম্বো, পূর্ব প্রদেশের বাট্টিকালো এবং রাজধানী কলম্বোর গির্জাগুলোক টার্গেট করে বোমা হামলা চালানো হয়। এছাড়াও কলম্বোর সাংগ্রি-লা, কিংসবুরি ও সিনামন গ্র্যান্ডসহ আরেকটি হোটেলেও হামলা হয়।