রাশিয়াকে সামলাতে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া

Looks like you've blocked notifications!

এক দশকেরও বেশি সময় পর সামরিক মহড়ার আয়োজন করেছে উত্তর আটলান্টিক ভিত্তিক সামরিক জোট ন্যাটো। ইতালির দক্ষিণাঞ্চলে সোমবার মহড়ার কার্যক্রম শুরু করে  ন্যাটো।

স্নায়ুযুদ্ধ অবসানের পর এবারই ন্যাটো তাদের বৃহত্তম মহড়ার আয়োজন করেছে। আর ন্যাটোর উদ্দেশ্যও পরিষ্কার করে দিয়েছে ন্যাটোর কর্মকর্তারা। স্নায়ুযুদ্ধের আমলের সোভিয়েত ইউনিয়ন নেই তো কী হয়েছে, বর্তমান রাশিয়ার যুদ্ধংদেহী মনোভাবের কারণেই নিজেদের প্রস্তুত রাখতে চায় ন্যাটো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাল্টিক অঞ্চল থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত রাশিয়ার সেনা উপস্থিতিই চিন্তায় ফেলে দিয়েছে ন্যাটোকে। আর এজন্যই মহড়ার নামে নিজেদের গুছিয়ে রাখার কৌশল নিয়েছে ন্যাটো।

ন্যাটোর নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, তিন সপ্তাহব্যাপী ওই মহড়ায় ৩০টি দেশের ৩৬ হাজার সেনা অংশ নিয়েছে।

ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল আলেক্সান্ডার ভের্শবো বলেন, ‘আমাদের সঙ্গীদের মধ্যে একসঙ্গে কাজ করার ক্ষমতা বাড়াবে এ মহড়া। এটা দেখাবে, হুমকি যে জায়গা থেকেই আসুক ন্যাটো এর জবাব দিতে প্রস্তুত।’ তিনি আরো বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। এ কারণে আমাদের পর্যবেক্ষক দেশগুলোকেও যেমন কলম্বিয়া, রাশিয়াকেও আমাদের সঙ্গে যোগদানের আহ্বান জানাই।

আগামী ৬ নভেম্বর পর্যন্ত ওই মহড়া চলবে বলে জানিয়েছেন ন্যাটোর কর্মকর্তারা।