নিম্নবর্ণের বাড়িতে উচ্চবর্ণের আগুন, দুই শিশু নিহত

Looks like you've blocked notifications!

দলিত সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়ে দুই শিশুকে হত্যার অভিযোগ উঠেছে উচ্চবর্ণের রাজপুত সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের সাম্পেদ গ্রামে এ ঘটনা ঘটেছে। পেট্রল ঢেলে আগুন দেওয়ার এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই দুই শিশুর মা-বাবাও।

অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় আড়াই বছর ও নয় মাস বয়সী দুই শিশুসন্তান। এ ছাড়া গুরুতর দগ্ধ এই দুই শিশুর মা-বাবা জিতেন্দ্র ও রেখা এখন নয়া দিল্লির সফদার জং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আজ সকালে গ্রামের ঠাকুর পরিবারের পরিচিত একদল লোক ওই দলিত পরিবারটির বাড়িতে প্রবেশ করে। এ সময় ওই বাড়িতে ও পরিবারের সদস্যদের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে যে, জিতেন্দ্র ও অভিযুক্ত রাজপুত সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে।

এদিকে এ ঘটনায় পুরো হরিয়ানা রাজ্যের দলিত সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার প্রতিটি শিশুর মৃত্যুর জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।