ফের বারাণসীতেই দাঁড়ালেন মোদি

Looks like you've blocked notifications!
শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বারাণসিতে দলীয় রোডশোতে অংশ নেন নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

এর আগে মোদি প্রায় আড়াই ঘণ্টা ধরে সাত কিলোমিটার রাস্তায় মেগা রোড শো করেন। ওই সময় একটি জনসভায়ও অংশ নেন তিনি। সকালেই তিনি কালভৈরব মন্দিরে যান। সেখান থেকে একটি জনসভায় অংশ নিয়ে মনোনয়ন জমা দেন।

জনসভায় মোদি বলেন, ‘ভারতে এই প্রথমবারের জন্য বইছে প্রতিষ্ঠানপন্থী হাওয়া।’ এদিন জনসভায় দাঁড়িয়ে মোদী বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করে বলেন, ‘একজন বিজেপি কর্মী বাড়ির বাইরে গেলে তিনি তার মাকে বলে যান, আমি বিজেপির সেবা করতে যাচ্ছি। আমি বেঁচে না ফিরলে আমার ভাই যেন কাল থেকে বিজেপির সেবা করে। এই ঘটনা সত্যি।’

মোদি বলেন, ‘ভারতে কোনো ভোটের আগে দেশজুড়ে এই প্রথমবার বইছে প্রতিষ্ঠানপন্থী হাওয়া। কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা দেশে এখন উৎসবের পরিবেশ।’

দলীয় কর্মীদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘দশটি পরিবারের দায়িত্ব নিন। রোজ তাঁদের বাড়ি যান। তাঁদের সঙ্গে জলখাবার খান। তারাই আপনাকে চা দেবেন। ওখানেই খবরের কাগজ পড়ে নিন। কোনও খরচ ছাড়াই এইভাবে দলের জন্য কাজ করুন।’ একইসঙ্গে দলের বিরুদ্ধে যে প্রচার চলছে, তাতে কান না দিতে কর্মীদের পরামর্শ দেন মোদি।

মোদি বলেন, ‘প্রধানমন্ত্রীর পদ কোনো মজা নয়। এটা ভাইপো, ভাইঝি, ছেলে, মেয়ে বা কোনো পরিবারের জন্য নয়। এটা দেশের ১৩০ কোটি নাগরিকের জন্য।’

সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এই নির্বাচনে তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরবে এনডিএ।’

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘বারাণসীর ভোটাররা ভাগ্যবান, কারণ তারা দেশের প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন।’

শুক্রবার সকালে কালভৈরবী মন্দিরে পুজো দেওয়ার পর জনসভা সেরে জেলা কালেক্টর অফিসে যান মোদি। সেখানে বিজেপি ও শরীক দলের শীর্ষনেতাদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন তিনি।