ফেসবুকে বাড়ছে মমতার জনপ্রিয়তা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাড়ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। ওই ব্যাপারে মমতা পেছনে ফেলেছেন কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীকেও।
এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ৩০ লাখের কাছাকাছি। অন্যদিকে রাহুল গান্ধীর ফেসবুক পেজে লাইকের সংখ্যা ২৭ লাখ।
মমতা এবারের ভোটের প্রচারে যতগুলো রোড শো বা সভা করেছেন, প্রায় সবই তাঁর ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়েছে।
পরিসংখ্যান বলছে, গত কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো যত মানুষ দেখেছেন, তা সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বর্ধমানে অনুষ্ঠিত মমতার রোড শো তাঁর ফেসবুকে দেখেছেন সাড়ে সাত লাখেরও বেশি মানুষ। এ ছাড়া মনে করা হচ্ছে, মমতার বিভিন্ন জনসভা ও রোড শো তাঁর ফেসবুক পেজে লাইভ করার জন্যই বাড়ছে লাইকের সংখ্যা।