কাঁধে ব্যাগ নিয়ে আত্মঘাতীর হাঁটাহাঁটি, পরে বিস্ফোরণ

Looks like you've blocked notifications!
হোটেলে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করছে ওই ব্যক্তি। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দিন কলম্বোর পাঁচতারকা হোটেল কিংসবুরিতে বোমা বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীকে হোটেলটির একটি কক্ষে ঢুকতে এবং সেখান থেকে বের হতে দেখা যাচ্ছে।

ওই ব্যক্তি হামলার আগের দিন কিংসবুরিতে ওঠেন। হামলার কয়েকমিনিট আগে ব্যাগ কাঁধে নিয়ে নিজের কক্ষ থেকে বের হন তিনি। পরক্ষণেই হোটেলটির নিচে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরিত হয়।

গতকাল রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ভিডিওটি প্রকাশ করে।  ইস্টার সানডেতে এটিসহ আরো দুটি পাঁচতারকা হোটেলে এবং তিনটি গির্জায় হামলা চালানো হয়। এতে ২৫৩ জনের প্রাণহানি ঘটে। আহত হয় পাঁচ শতাধিক। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা জানান, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে ১৪০ জনকে খোঁজা হচ্ছে। এর আগে হামলার তিন দিন পর দায় স্বীকার করে আইএস।