হামলায় দুর্বল আইএস, বাহন এখন ঘোড়া!
প্রতি ৩০ মিনিট পর পর সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করা হচ্ছে। এতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে আইএসের সাঁজোয়া যান, ট্রাক ও ভারী অস্ত্র। ফলে দুর্বল হতে শুরু করেছে আইএস। আধুনিক সব যান ধ্বংসের পথে থাকায় নিজেদের ভেতরে যোগাযোগ রক্ষা আর পরিবহনের জন্য সেই পুরনো পদ্ধতিতে ফিরে গেছে তারা। অর্থাৎ ঘোড়ায় চড়ে যাতায়াত করছে তারা।
সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে এমনটাই দেখা গেছে। সেইসাথে ঘোড়া প্রজননের নতুন প্রকল্পও হাতে নিয়েছে আইএস।
সিরিয়ার ফোরাত নদীর তীরে এমনই একটি ঘোড়ার প্রজনন কেন্দ্রের ছবি প্রকাশ করে আইএসের প্রচারণা চালান এমন কয়েকজন। গত আগস্ট মাসে আইএসের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রকাশিত প্রচারণামূলক কিছু ভিডিওতেও আইএস যোদ্ধাদের ঘোড়ায় চড়তে দেখা গেছে।
আইএসের সিরিয়া সাম্রাজ্যের ওপর সুপরিবল্পিত হামলার কারণে প্রশংসিত হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো বাহিনী। এরইমধ্যে আইএসের প্রায় ৪০ শতাংশ স্থাপনা ধ্বংস করা হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটেনের গণমাধ্যম ডেইলি স্টার ডটসিও ডটইউকে জানিয়েছে, রাশিয়ার বিমান হামলায় আইসের দুটি হেড কোয়ার্টার, তিনটি অস্ত্রাগার, দুটি ভূগর্ভস্থ বাঙ্কার, পাহাড়ি এলাকা থেকে অস্ত্র চালানোর ৩২টি স্থান, ৯টি সুসজ্জিত যুদ্ধক্ষেত্র এবং আইএসের জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করে এমন কারখানা ধ্বংস করা হয়েছে।
রাশিয়ার হামলায় বিপর্যস্ত হয়ে অনেক জিহাদি জঙ্গি অবস্থান বদলে গ্রামের দিকে পালিয়ে গেছে।