ভোট না দেওয়ায় প্রায় দুই লাখ ভোটারকে জরিমানা
অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে ভোট না দেওয়ায় ১ লাখ ৯০ হাজার ভোটারকে জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। ২০১৮ সালে অনুষ্ঠিত ভোটে ভোটকেন্দ্রে না যাওয়া ভোটারদের ঠিকানায় জরিমানার চিঠি পাঠিয়েছে ভিক্টোরিয়ান ইলেকশন কমিশন।
নানা প্রচার প্রচারণায়ও ভোটকেন্দ্রে আনা যায়নি অনেক ভোটারকে। এজন্য জরিমানার আইন রেখেছে অস্ট্রেলিয়া সরকার। এর আগে মার্চে রাজ্যভোটে ভোট না দেওয়ার দায়ে প্রত্যেক ভোটারকে ৫৫ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা ধার্য করা হয়। এবার তা বাড়িয়ে ৮১ ডলার করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৪ হাজার ৭৬৪ টাকা। বার্তাসংস্থা এএফপি ওই তথ্য দিয়েছে।
এর আগে যারা ভোটদানে ব্যর্থ হওয়ার নোটিশ খেয়েও জবাব দেননি তাদেরকে জরিমানা গুনতে বলা হয়েছে। ২৮ দিনের মধ্যে টাকা দিতে হবে অথবা আপিল করতে হবে। তা নাহলে মূল জরিমানার সঙ্গে আরো ২৫ ডলার যোগ হবে।
আগামী ১৮ মে অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচন হওয়ার কথা রয়েছে। যেসব অস্ট্রেলিয়ান ভোটকেন্দ্রে যেতে চান না তাদের জন্য ভোটের তারিখ ঘোষণা মানেই বেশ দুশ্চিন্তার বিষয় তা বোঝাই যায়।