ফেসবুকে লটারির লোভ, হারালেন প্রায় ১৭ কোটি টাকা!

Looks like you've blocked notifications!

ব্যাংকের লটারিতে ২৭ মিলিয়ন ডলার জেতার প্রলোভন দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক ব্যক্তির কাছ থেকে ২ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আফ্রিকার তিন প্রতারকের বিরুদ্ধে। অর্থাৎ বাংলাদেশি টাকার হিসাবে প্রায় ২২৮ কোটি ১৫ লাখ টাকা পাওয়ার আশায় যাচাই না করেই একাধিকবার বিভিন্ন খাতে প্রায় ১৬ কোটি ৯০ লাখ টাকা দিয়ে দেন দুবাইয়ের ওই ধনাঢ্য ব্যক্তি।

ফেসবুকের মাধ্যমে পরিচিত লোকদের কাছ থেকে এমন প্রলোভন পেয়ে টাকা দিয়ে দেওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ফেব্রুয়ারির শুরুর দিকে দুবাই পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

পরে প্রতারকচক্রের তিনজনকে দুই মিলিয়ন ডলার ও ২০ হাজার ইউরোসহ আটক করে দুবাই পুলিশ।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যনগরী দুবাইয়ের ফৌজদারি আদালতে প্রতারণার এ মামলার শুনানি হয়।

সরকারি কৌসুলির বরাতে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস জানায়, আফ্রিকার প্রতাকরা ভুক্তভোগীকে বলেন যে তিনি স্থানীয় একটি ব্যাংকের লটারিতে ২৭ মিলিয়ন মার্কিন ডলার জিতেছেন। তবে এই টাকা তুলতে তাঁকে প্রশাসনিক ফি বাবদ ২ মিলিয়ন ডলার দিতে হবে। এর মধ্যে আইনজীবী ফি ২১ হাজার, প্রশাসনিক খরচ ২৭ হাজার, ব্যাংকের ফি ৪৩ হাজার ডলার এবং অন্যান্য ফি ৫০ হাজার মার্কিন ডলার।   

তদন্তে দেখা যায়, ঘটনার পাঁচ মাস আগে ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে ফেসবুকে যোগাযোগ শুরু করেন প্রতারকচক্রের সদস্যরা।