হ্যারিকেন প্যাট্রিসিয়ার কবলে মেক্সিকো
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছে স্মরণকালের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উড়ে গেছে গাছপালা, স্থানচ্যুত হয়েছে যানবাহন।
স্থানীয় সময় শুক্রবারের এ ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ও উপকূলবর্তী রিসোর্ট ছেড়ে নিরাপদে সরে যেতে হয়েছে হাজার হাজার মানুষকে।
রয়টার্সের খবরে বলা হয়, হ্যারিকেনের ফলে ঘণ্টায় ২৬৬ কিলোমিটার বেগে বাতাস বইছে। এমন পরিস্থিতে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বড় ধরনের সতর্কতা জারি করা হয়েছে। পুয়ের্তো ভাল্লারাতার অনেক জনপ্রিয় অবকাশ যাপনকেন্দ্রগুলোতে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। হোটেলগুলো বন্ধ রাখা হয়েছে।
ঝড়ে দমকা বাতাসের পর বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যার। এতে পর্যটকরা বাধ্য হয়ে স্থানীয় বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন।
বিশ্ব জলবায়ুবিষয়ক সংস্থা (ডব্লিউএমও) হ্যারিকেন প্যাট্রিসিয়াকে টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করেছে। ২০১৩ সালে ফিলিপাইনে ওই ঝড়ে কয়েক হাজার লোক নিহত হয়েছিল।
উদ্ভূত পরিস্থিতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো বলেছেন, এ ঘূর্ণিঝড় কী পরিমাণ ক্ষতি করবে তা বলা যাচ্ছে না।
তিনি বলেন, এ ধরনের হ্যারিকেন এর আগে দেখেনি মেক্সিকো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মেক্সিকো যেকোনো ধরনের সহায়তা দিতে তাঁর দেশ প্রস্তুত।