আলাস্কায় মাঝ আকাশে দুটি উড়োজাহাজের সংঘর্ষে নিহত ৫

Looks like you've blocked notifications!
সোমবার দুটি উভচর উড়োজাহাজের সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করে আনা হয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি উভচর উড়োজাহাজের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেন, উভচর ছোট আকারের উড়োজাহাজ দুটি প্রমোদতরী থেকে যাত্রী বহনকালে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রমোদতরী রয়্যাল প্রিন্সেসের এক বিবৃতিতে বলা হয়, বিভার ও অটার নামক বিমান দুটি ১৬ যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুর ১টার দিকে সংঘর্ষ ঘটে।

নিহতদের চারজন যাত্রী ও একজন পাইলট। এ ছাড়া আহত ১০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোস্টগার্ড জানায়, এই ঘটনায় নিখোঁজ তিনজনের সন্ধানে জর্জ ইনলেটের কাছে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও নৌযান মোতায়েন করা হয়েছে।

সোমবার আলাস্কায় প্রমোদতরী রয়্যাল প্রিন্সেস থেকেই পর্যটকদের নিয়ে উড়াল দেয় উড়োজাহাজ দুটি। ছবি : সংগৃহীত