ঘাড়ে বন্দুক ঠেকিয়ে আলোচনার কথা বলছে যুক্তরাষ্ট্র : ইরান

Looks like you've blocked notifications!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অসততার অভিযোগ তুলে ইরানের সামরিক বাহিনীর জেষ্ঠ্য এক কর্মকর্তা বলেছেন, ‘তেহরানের দিকে বন্দুক তাক করে রেখে আলোচনার আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন।’

ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তিনি ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান। ইরানের ২০১৫ সালের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার পর এ মাসে ইরানের তেল রপ্তানি বন্ধ করে। সর্বশেষ ভূমধ্যসাগরে রণতরী ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ইরান ইতোমধ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে ভয়ভীতি দেখানোর জন্য এক ‘মনঃস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ সপ্তাহে সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনমতেই আলোচনায় বসবে না ইরান। এ আলোচনাকে ইরানের জন্য ‘বিষাক্ত’ হিসেবে উল্লেখ করেন তিনি।

সশস্ত্র বাহিনীর রাজনৈতিক কর্মকর্তা রসুল সানায়ী-রাদ বলেছেন, ‘আমেরিকার নেতৃবৃন্দ ক্রমাগত চাপ দিচ্ছে এবং নিষেধাজ্ঞা জারি করছে আবার একই সঙ্গে আলোচনার কথাও বলছে। এটা ঘাড়ে বন্দুক ঠেকিয়ে বন্ধুত্ব এবং সমঝোতার কথা বলার মতো।’

তিনি বলেন, ‘মার্কিন নেতারা হুমকি ও চাপপ্রয়োগের পাশাপাশি নিজেদেরকে শান্তিপ্রিয় হিসেবে দেখাতে আলোচনার প্রস্তাব রাখছে। এটা তাদের রাজনৈতিক খেলা, এর মধ্য দিয়ে তারা জনগণকে বোকা বানাতে চায়।’