প্রেসিডেন্টকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ভাইস প্রেসিডেন্ট
রাষ্ট্রদ্রোহ এবং প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এ ছাড়া মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী ওমর নাসির আজ শনিবার এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মাসে যুক্তরাজ্য সফরের পর বিমানবন্দর থেকে রাজধানী মালেতে ফেরার পথে মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের স্পিডবোটে বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রেসিডেন্ট আবদুল্লাহ। আর আহমেদ আদিবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে যুক্ত থাকারই অভিযোগ উঠেছে।
সাম্প্রতিক সময়ে এমনিতেই মালদ্বীপে রাজনৈতিক উত্তেজনা চলছিল। এর মধ্যে আহমেদ আদিবের গ্রেপ্তারের মধ্য দিয়ে এই উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।