আটলান্টিকে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত ৫

Looks like you've blocked notifications!
শনিবার হন্ডুরাসের রোয়াতান দ্বীপ থেকে উড্ডয়নের পর সাগরে আছড়ে পড়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজ। ছবি : রয়টার্স

হন্ডুরাসের রোয়াতান দ্বীপ থেকে উড্ডয়নের পর একটি ব্যক্তিগত উড়োজাহাজ আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের পাইলটসহ পাঁচজন নিহত হয়েছে। পাইলট বাদে উড়োজাহাজটির আরোহীরা যুক্তরাষ্ট্র অথবা কানাডার নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার আটলান্টিক মহাসাগরের উপকূলীয় দ্বীপটি থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গেই সাগরে আছড়ে পড়ে ব্যক্তিগত উড়োজাহাজটি। তবে এটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।

হন্ডুরাসের সামরিক বাহিনীর মুখপাত্র ডোমিনগো মেজা বলেন, দ্য পিপার পিএ-৩২-২৬০ মডেলের ব্যক্তিগত উড়োজাহাজটি রোয়াতান থেকে ৮০ কিলোমিটার দূরের পর্যটনপ্রিয় বন্দর নগরী ত্রুজিল্লোর উদ্দেশে রওনা দিয়েছিল।

মধ্য আমেরিকার হন্ডুরাসের রোয়াতন দ্বীপটিও যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ধনাঢ্য পর্যটকদের নিকট অত্যন্ত জনপ্রিয়।