১৬ সেকেন্ডে গায়েব ১৬ হাজার টন ইস্পাত

Looks like you've blocked notifications!

ওয়াসার পানির লাইন সংস্কার কিংবা রাস্তা সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি ঢাকাবাসীর জন্য নতুন কিছু নয়। তবুও ঢাকার রাস্তায় প্রায়ই দেখা যায়, উৎসুক জনতা ভিড় জমিয়েছেন এসব খোঁড়াখুঁড়ি দেখতে। যদি ঢাকাবাসী কখনো দেখতেন কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেঙে পড়ছে ২১তলা কোনো ভবন, তাও আবার হাজার হাজার টন ইস্পাতের তৈরি, তাহলে কেমন হতো ব্যাপারটি।

এমন ঘটনা ঘটেছে, তবে ঢাকায় নয়, হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রে।

গত রোববার স্থানীয় সময় সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাঙা হয় ভবনটি। বার্তা সংস্থা বিবিসি জানায়, মাত্র ১৬ সেকেন্ডে বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ১৬ হাজার টন ইস্পাত দিয়ে নির্মিত ভবনটি। এ সময় হাজারো মানুষের ভিড় জমেছিল ৪৭ বছরের পুরোনো ভবনটির ভাঙন দেখতে। মোবাইল ফোনে ঘটনাটির ছবি তোলেন এবং ভিডিও করেন অনেকে।

১৯৭২ সাল থেকে পেনসিলভানিয়ার বেথেলহেমে মার্টিনে টাওয়ারে ছিল বেথেলহেম স্টিল কোম্পানির সদর দপ্তর। ভবনটি ছিল ওই এলাকার সে সময়কার সবচেয়ে উঁচু ভবন। ২০০৩ সালে কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার পর ২০০৭ সাল থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল ভবনটি।