‘তুমি সব সময় আমার নায়ক’

Looks like you've blocked notifications!
রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে কিশোরী প্রিয়াঙ্কা ও বালক রাহুল। ছবি : সংগৃহীত

রাজীব গান্ধীকে জড়িয়ে ধরে আছে ছোট্ট মেয়েটি। সাদাকালো ছবি। রাজীবের মুখে স্বভাবসুলভ হাসি। একটা হাত পরম মমতায় আগলে রেখেছে মেয়েটিকে। সেই ছোট্ট মেয়েটিই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ছবিটির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমার নায়ক।’

আজ ২১ মে। ১৯৯১ সালের এ দিনে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তামিলনাড়ুর একটি এলাকায় নির্বাচনী জনসভায় যান রাজীব গান্ধী। সেখানেই নিহত হন তিনি। শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিআই ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

রাজীবের মেয়ে প্রিয়াঙ্কা এখন কংগ্রেসের সাধারণ সম্পাদক। ছেলে রাহুল গান্ধী দলটির সভাপতি। রাজীবের স্ত্রী সোনিয়া গান্ধীও দলটির প্রধানের দায়িত্ব পালন করেছেন বেশ কয়েক বছর।

রাহুল গান্ধীও স্মরণ করেছেন বাবাকে বেশ আবেগ দিয়ে। টুইটারে লিখেছেন, ‘আমার বাবা ছিলেন ভদ্র, স্নেহশীল। তিনি আমাকে শিখিয়েছেন কীভাবে অন্যকে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়। কখনো ঘৃণা না, ক্ষমা করতে শিখিয়েছেন।’

১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন রাজীব গান্ধী। মা ইন্দিরা গান্ধী নিহত হলে তিনিই দল ও দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন। ১৯৯১ সালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি জনসভায় অংশ নিতে তামিলনাড়ু যান তিনি। চেন্নাই থেকে ৩০ মাইল দূরে শ্রীপেরুম্বুদুরের ওই জনসভায় নিহত হন তিনি।    

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দি ইন্ডিয়ান এক্সপ্রেস বেশ কয়েকটি দুর্লভ ছবি প্রকাশ করে।