সামাজিক মাধ্যমে ঘোষণা

অ্যাপল বদলে হুয়াওয়ে কিনবেন চীনারা

Looks like you've blocked notifications!

চীনভিত্তিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিষিদ্ধ করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছেন চীনের স্মার্টফোন ব্যবহারকারীরা। চীনের সামাজিক মাধ্যমগুলোতে হুয়াওয়ের প্রতি নিজেদের সমর্থন জানাচ্ছেন তাঁরা। এমনকি মার্কিন ব্র্যান্ড অ্যাপলের আইফোন বর্জন করে হুয়াওয়ে কিনবেন এমনটা ঘোষণা দিয়েছেন অনেকেই।

‘হুয়াওয়ের ফোন মার্কিন প্রযুক্তির ওপর নির্ভর করে না’—এমন হ্যাশট্যাগ চলছে চীনের সামাজিক মাধ্যম ওয়েবোতে।

কেবল আইফোন নয়, অ্যাপলের স্মার্টওয়াচের বদলে হুয়াওয়ের স্মার্টওয়াচ কেনার কথাও বলছেন তাঁরা।

হুয়াওয়েকে থামানোর চিন্তা ‘দিবাস্বপ্ন’ এমনও বলছেন কেউ কেউ। অনেক নেটিজেন তো অ্যাপলকেই ‘থামিয়ে’ দেওয়ার কথা বলছেন।

তবে নেটিজেনদের এমন প্রতিক্রিয়াকে খুব বেশি আমলে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন কোনো কোনো বাজার বিশেষজ্ঞ।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান মা বলেন :

‘সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে (চীনের জনগণের) জাতীয়তাবাদী চেতনা এ মুহূর্তে উত্তুঙ্গু। এর কিছুটা প্রভাব অ্যাপলের ওপর পড়বে তো বটেই। তবে চীনের অনেক ক্রেতা এখনো অ্যাপলের পণ্য কিনতে আগ্রহী। কিছু উত্তেজিত নেটিজেনের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে ঢালাওভাবে কোনো কিছু বলে ফেলা ঠিক হবে না।’

চীনভিত্তিক বার্তা সংস্থা সিএনবিসি জানায়, এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল।

অ্যাপলের মোট আয়ের প্রায় ১৭ শতাংশ আসে বৃহত্তর চীন থেকে।

এদিকে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক টানাপড়েনে ক্ষতিগ্রস্ত হবে অ্যাপল।

রাইডেল রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট  ডেভিড রাইডেল বলেন, ‘জাতীয়তাবাদী চেতনাকে পুঁজি করে অ্যাপলকে নিষিদ্ধ ঘোষণা করতে খুব বেশি সময় নেবে না বেইজিং।’

এর আগেও চীনে অ্যাপল পণ্য বর্জন করেছিল চীনা জনগণ। তবে সেটি বেশিদিন স্থায়ী হয়নি।