আজ পদত্যাগ করছেন মোদি, সন্ধ্যায় বসছেন মন্ত্রিসভা নিয়ে

Looks like you've blocked notifications!

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল বিক্রমে জয়লাভের একদিন পর ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বৈঠকে বর্তমান ১৬তম লোকসভা ভেঙে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সিদ্ধান্তটি পাস হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে চলতি লোকসভা ভেঙে দিলে শুরু হবে ১৭তম লোকসভা গঠনের প্রস্তুতি। চলতি ১৬তম লোকসভার মেয়াদ শেষ হবে ৩ জুন।

একই সঙ্গে আজ সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের কয়েকটি গণমাধ্যম এরই মধ্যে নতুন সরকার গঠনের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মোদির নেতৃত্বে আগামী ৩০ মে শপথ নিতে পারে নতুন সরকার। এর আগে ২৮ মে নিজ আসন বারাণসীতে রোডশো করবেন মোদি। এ আসনে প্রায় চার লাখ ৮০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।

সপ্তদশ লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে সাড়ে তিনশর কাছাকাছি আসন দখল করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এর মধ্যে বিজেপি একাই জিতেছে প্রায় ৩০০টি আসনে।