ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প

Looks like you've blocked notifications!

ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার রাজ্যের দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় ভূকম্পন অনুভূত হয়।

সকাল ১০টা ৪০ মিনিট ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও মালদা জেলা। কম্পন অনুভূত হয় আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুরেও। পশ্চিমবঙ্গ ছাড়া প্রতিবেশী বিহার রাজ্যের বিভিন্ন জায়গায়ও কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পে কেঁপে ওঠে বাড়ির আসবাবপত্র, খাট-বিছানা। ভূমিকম্পের আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মানুষ। ভূমিকম্পের জেরে আপাতত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জানা যায়, এদিন ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাঁকুড়ায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পের উৎপত্তিস্থল।

সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের নিকোবর দ্বীপপুঞ্জও। সেখানে সকাল ৭টা ৪৯ মিনিটের দিকে ওই অঞ্চলে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই মাত্রা ছিল ৪ দশমিক ৫। গত মঙ্গল ও বুধবারও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়।