আফগানিস্তানে সংঘর্ষ, ২৩ তালেবান নিহত
তালেবানদের কাছ থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী লাঘমান প্রদেশের থামাব জেলা পুনরায় দখল করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। কদিন আগে তালেবান জঙ্গিগোষ্ঠীর এ এলাকা থেকে দেশটির নিরাপত্তা বাহিনীকে হটিয়ে দিয়েছিল। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। থামাব জেলাটি তুর্কমেনিস্তানের সীমান্তে অবস্থিত।
লাঘবানের প্রাদেশিক গভর্নর লুৎফুল্লাহ আজিজের বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, নিহতদের মধ্যে ২৩ তালেবান এবং ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। খামাব জেলার দখল নেওয়ার পর রোববার এক সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে আজিজ বলেন, ‘জেলাটির দখল নেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২৩ তালেবান। গ্রেপ্তার করা হয়েছে আরো ১০ জনকে। আর গভীর জঙ্গলের দিকে পালিয়ে গেছে বাকিরা।’
তালেবানদের বিরুদ্ধে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছেন আজিজ। এ ছাড়া আহত হয়েছেন আরো চারজন। থামাব ছাড়াও পাশের জেলা কারকিন ও আগচা তালেবানদের নিয়ন্ত্রণ থেকে দখল নিতে লড়াই করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।