Beta

দল হেরেছে তাতে কী?

২৮ মে ২০১৯, ১১:০৩

কলকাতা সংবাদদাতা
গতকাল সোমবার দিল্লিতে সংসদ ভবনে গিয়ে ছবি তোলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। ছবি : সংগৃহীত

যে দলের মনোনয়নে-প্রতীকে নির্বাচন করা, সে দলের ফল শোচনীয়। তাতে কী? দুজনই ভোটে জিতেছেন। প্রথমবারের মতো পা রেখেছেন পার্লামেন্টে। অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর হাসিটাও তাই গর্বের। পার্লামেন্টের ভেতরে ও বাইরে দাঁড়িয়ে সেই ছবিই তুলেছেন তাঁরা।

গতকাল সোমবার নয়াদিল্লিতে পার্লামেন্টে প্রবেশ করেই ছবি তোলেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয় ওই সব ছবি।

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হন ওই দুই অভিনেত্রী।

পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে জয়ী হন নুসরাত ও যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন মিমি।

সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সমালোচকরা প্রশ্ন তোলেন, যে পোশাকে তাঁরা সংসদে গিয়েছেন, সেটা কি সংসদের পোশাক?

সমালোচকরা কেউ লিখেছেন, ‘সংসদে কি স্টাইল করতে গেছেন নাকি ফটোশুট করতে গিয়েছেন?’ কেউ আবার লিখেছেন, ‘সংসদে টিকটক?’

কেউ কেউ লিখেছেন, ‘দয়া করে আপনারা নাটক করে বাংলা ও সংসদকে হাসির খোরাক করবেন না।’

ভারতে বিজেপি ও নরেন্দ্র মোদির ঝড়ে উড়ে গেছে অন্য দলগুলো। আবারও বিপুল শক্তি নিয়ে শাসনভার গ্রহণ করছে বিজেপি। দলটির প্রভাবে ভেঙে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিরোধ। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিজেপি।

Advertisement