আগামী এক মাস টেলিভিশন বিতর্কে অংশ নেবে না কংগ্রেস

Looks like you've blocked notifications!

ভারতের লোকসভা নির্বাচনের বিপর্যয়ের পর এখনো পদ ছাড়ার ব্যাপারে অনড় রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলীয় নেতাদের একাধিক চেষ্টা সত্ত্বেও নিজের অবস্থান পরিবর্তনে রাজি নন রাহুল। এমতাবস্থায় আগামী এক মাস টেলিভিশনের বিতর্কে অংশ নেবেন না কংগ্রেসের কোনো নেতা।

এক টুইট বার্তায় এআইসিসির মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, আগামী এক মাস টেলিভিশন বিতর্কে কোনো প্রতিনিধি পাঠানো  হবে না। সমস্ত নিউজ চ্যানেল এবং তাদের সম্পাদকদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে এই এক মাস আপনাদের বিতর্কে কংগ্রেসের জন্য কোনো জায়গা রাখবেন না।’

এই সিদ্ধান্ত দেখে অনেকেই মনে করছেন, নির্বাচনে যে বিপুল পরাজয় হয়েছে, তা দলের অভ্যন্তরীণ পরিকাঠামোর ওপর বিরাট আঘাত এনেছে।

ভয়াবহ বিপর্যয় কেন হলো—তা খুঁজতে দলের ভেতরেই আলোচনা শুরু হয়েছে। এমতাবস্থায় সংবাদমাধ্যমে যাতে কোনো ভুল খবর পৌঁছে না যায়, তা নিশ্চিত করতেই আপাতত মুখপাত্রদের বিতর্কে অংশ না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।