গণধর্ষণের পর ইন্টারনেটে ভিডিও আপলোড, গ্রেপ্তার ৪

Looks like you've blocked notifications!

ভারতের রাজস্থানে পালি জেলায় মন্দিরে যাওয়ার সময় এক গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়।

এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আরেক অভিযুক্ত পলাতক। ধর্ষণের শিকার ওই নারী জানিয়েছেন, গত ২৬ মে তিনি এবং তাঁর এক বন্ধু মন্দিরে যাচ্ছিলেন। সে সময় রাস্তায় তাঁদের পথ আটকে ওই পাঁচজন যুবক তাঁকে গণধর্ষণ করে। 

সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এই ঘটনায় যে ভিডিওটি আপলোড করা হয়েছে তার সূত্র ধরে চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা, মারধর, শ্লীলতাহানি এবং আরো কয়েকটি প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন— জিতেন্দ্র ভাট,গোবিন্দ ভাট, দীনেশ ভাট এবং মহেন্দ্র ভাট। এদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। ঘটনায় সঞ্জয় ভাট নামে আরও একজন অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সঞ্জয় কোথায় থাকতে পারে তা জানার কাজ শুরু হয়েছে।