মাঝরাতে রান্নাঘরে কুমিরের তাণ্ডব!

Looks like you've blocked notifications!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাত সাড়ে ৩টা সময় ঘুম ভেঙ্গে মেরি উইসুচেনের মনে হলো তিনি রান্নাঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেছেন। উঠে দেখতে গেলেন কী হয়েছে, যা দেখলেন তা ছিল যেন দুঃস্বপ্নের চেয়েও বেশি।

রান্নাঘরের মেঝেতে চড়ে বেড়াচ্ছে ১১ফুট লম্বা এক কুমির। বিশাল লেজের আঘাতে জিনিসপত্র উল্টেপাল্টে ফেলছে, আর যেন ক্রুদ্ধ হুঙ্কার করছে।এর আগে সে রান্নাঘরের জানালার কাঁচ ভেঙ্গে ফেলেছে।

ভয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান মেরি। কিন্তু হুশ যায়নি তার, তিনি ফোন দেন ৯১১ এ, এরপর ফোন দেন পরিবেশ বিভাগে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, তাদের ধারণা কাছাকাছি কোনো কুমির প্রজনন কেন্দ্র বা চিড়িয়াখানা থেকে হয়তো পালিয়ে এসেছে। পরে স্থানীয় একজন শিকারিকে খবর দিয়ে আনা হয়। তিনি জালে আটকে কুমিরটিকে ধরে স্থানীয় এক চিড়িয়াখানার পরীক্ষাগারে দিয়ে আসেন। কিন্তু বেরিয়ে যাওয়ার আগে কুমিরটি মেরির ওয়াইন র‍্যাক উল্টে ফেলে।কুমিরটি এক ঘণ্টা ছিল মেরির বাড়িতে। তবে এ সময় কেউ হতাহত হয়নি।

ফ্লোরিডায় বন্যপ্রাণী সুরক্ষায় কঠোর আইন থাকায় প্রাণ সংশয় না হলে কেউ প্রাণী হত্যা করতে পারে না, যে কারণে সেখানে কুমিরের সংখ্যা গত কয়েক বছরে ব্যাপক বৃদ্ধি পেয়েছে।