অস্ট্রেলিয়ায় গুলিতে নিহত ৪
অস্ট্রেলিয়ায় চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলার ডারউইনে ওই ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ঘটনাটি সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত নয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বার্তাসংস্থা এপি ও ইউএনবি এ তথ্য দিয়েছে।
মরিসন লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘এটি ভয়ানক সহিংসতার কাজ যা ইতিমধ্যে চারজনের জীবন কেড়ে নিয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’
গুলির ঘটনায় ৪৫ বছরের এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে নর্দান টেরিটরি পুলিশের ডেপুটি সুপার লি মরগান গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট করপোরেশন (এবিসি) জানিয়েছে, এক ব্যক্তি শেষ বিকেলের দিকে প্লাম হোটেলে শর্টগান থেকে গুলি ছোড়ে। পুলিশ তিন জায়গায় গুলির খবর পায়।