গুয়াতেমালার ‘গ্রেট কমেডিয়ান’ প্রেসিডেন্ট

Looks like you've blocked notifications!
জিমি মোরালেস। ফাইল ছবি

গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির জনপ্রিয় কৌতুকাভিনেতা জিমি মোরালেস জয়ী হয়েছেন। সাবেক ফাস্ট লেডি সান্দ্রা টরেসের বিরুদ্ধে নির্বাচনে লড়ে ৭২ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় জিমি ‘গ্রেট কমেডিয়ান’ নামে পরিচিত।

দেশটির সাধারণ নির্বাচনে সরকার পরিচালনায় অনভিজ্ঞ একজন সাবেক টেলিভিশন কৌতুকাভিনেতার জয়ী হওয়া দেশটির অজনপ্রিয় রাজনৈতিক অভিজাত শ্রেণির প্রতি মানুষের অনাস্থারই প্রকাশ বলে মন্তব্য করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি।

বিজয়ী হওয়ার খবর পাওয়ার পর মোরালেস বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্ট হিসেবে আমি গুয়াতেমালার জনগণের ম্যান্ডেট পেয়েছি। ঈশ্বর সহায়। সবাইকে ধন্যবাদ।’

এর আগে গত মাসে দেশটির প্রেসিডেন্ট ওত্তো পিরেজ মলিনাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিল দেশটির সেনাবাহিনী। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ ও কাস্টমস কর্মকর্তাদের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।

অবশ্য এ ধরনের দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মলিনা।