সুদানে নীল নদ থেকে ৪০ আন্দোলনকারীর লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!

সুদানে সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪০ জনের মরদেহ রাজধানী খার্তুমের পাশে নীল নদ থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির বিরোধীদলীয় নেতাকর্মীরা।

তাদের দাবি, গত কয়েকদিনে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সশস্ত্র অভিযানে অন্তত ১০৮ জন নিহত হয়েছে। 

এদিকে, ক্ষমতাসীন সামরিক পরিষদ ও বিক্ষোভকারী নেতাদের মধ্যে চলা আলোচনা ভেস্তে গেছে।  কারণ, অস্থায়ী সংস্থার প্রধান সামরিক নাকি বেসামরিক কেউ হবেন এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মতৈক্য হয়নি।

গত সোমবার বিক্ষোভকারীদের একটি শিবির তুলে দেওয়ার সময় নিরস্ত্র লোকদের ওপর গুলিবর্ষণ করে অন্তর্বর্তীকালীন সামরিক সরকারের বাহিনী। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।