লেবাননে বিপুল মাদকসহ সৌদি যুবরাজ আটক

লেবাননে মাদকবিরোধী অভিযানে সৌদি আরবের এক যুবরাজসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার বৈরুত বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সৌদি যুবরাজ আবদুল মহসিন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ এবং অন্য চারজনকে দুই টন ক্যাপটাগন বড়ি ও কিছু কোকেন পাচারের চেষ্টাকালে আটক করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো বলেন, বৈরুত বিমানবন্দরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় মাদকের চালান আটকের ঘটনা।
ক্যাপটাগন বড়ি অ্যাম্পিথেটামইন ফেনিথাইলিন জাতীয় এক ধরনের মাদক, যা শারীরিক উত্তেজনা তৈরি করে। মূলত মধ্যপ্রাচ্যে এটি ব্যবহৃত হয়। সিরিয়ার যোদ্ধারাও এই বড়ি ব্যাপক মাত্রায় ব্যবহার করে বলে খবর রয়েছে।
নিরাপত্তা সূত্রগুলো জানায়, মাদকদ্রব্যগুলো স্যুটকেসে ভরে একটি ব্যক্তিমালিকানাধীন বিমানে ওঠানো হচ্ছিল। এর মধ্যে ৪০টি স্যুটকেসে ক্যাপটাগন বড়ি ছিল। এগুলো নিয়ে বিমানটির সৌদি আরবের রিয়াদ যাওয়ার কথা ছিল।