বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়ল ‘এলিয়ানের’ ভিডিও

Looks like you've blocked notifications!

বাড়ির সিকিউরিটি ক্যামেরা চেক করতে গিয়ে রীতিমতো অবাক ভিভিয়ান গোমস। তাঁর ড্রাইভওয়ে দিয়ে হাঁটাচলা করছে এটি কে! অনলাইনে সেই ভিডিও ছাড়তেই যথারীতি শোরগোল নেটপাড়ায়। অনেকে বলছেন, প্রাণীটি ‘এলফ’। তবে অনেকের মতে, পুরোটাই ভিভিয়ানের ক্যামেরার কারসাজি।

ভিভিয়ান নিজেও বিস্মিত ভিডিওটি দেখে। তিনি জানিয়েছেন, ‘সকালে ঘুম থেকে উঠে সিকিউরিটি ক্যামেরায় ওই ভিডিও দেখে তাজ্জব বনে গেছি। প্রথমে দেখি আবছা মতো কী একটা আমার দরজার সামনে থেকে হেঁটে যাচ্ছে। পরে দেখি কিম্ভূত দেখতে এক অজানা প্রাণী। এ রকম প্রাণীর ছবি আপনাদের কারোর ক্যামেরায় কোনোদিন ধরা পড়েছে?’

পাশাপাশি ভিভিয়ান এও জানিয়েছেন, তাঁর বাকি দুটি ক্যামেরায় কোনো কারণে এই ছবি ধরা পড়েনি।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মিস গোমসের শেয়ার করা ভিডিওতে দেখা যায় একটি প্রাণী তাঁর ড্রাইভওয়ে দিয়ে হেঁটে যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানান জনের নানান মত। কেউ বলেছেন এটি ‘এলফ’ বা ‘গবলিন’। কেউ মিল পেয়েছেন ‘ডবির’ সঙ্গে। অনেকেই আবার হ্যারি পটারের ম্যাজিকাল হাউসের এলফের সঙ্গে মিল পেয়েছেন।

নেটে ছাড়ার পড়ই ছবির ভিউয়ার্স নয় লাখ। ফেসবুক উপচে পড়েছে মন্তব্যে। এটি টুইটারে আবার রিপোস্ট করার পর ছবিটি দেখেছেন ৩০ লাখ মানুষ।