মসজিদে হামলার ভিডিও শেয়ার করায় নিউজিল্যান্ডে নাগরিকের কারাদণ্ড
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার দায়ে মঙ্গলবার দেশটির এক নাগরিককে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সেখানে জঘন্যতম এ হামলায় নামাজ পড়তে আসা ৫১ মুসলিম নিহত হয়। স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড নগরীর দুটি মসজিদে বন্দুকধারী ব্রেন্টন ট্যারান্টের গত ১৫ মার্চের ভয়াবহ হামলার চার দিন পর ফিলিপ আর্পসকে ক্রাইস্টচার্চ থেকে গ্রেপ্তার করা হয়। আর এটি ছিল আধুনিক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
ওই হামলা চলাকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিজনক ভিডিও ফুটেজ শেয়ার করার দুটি অভিযোগের ব্যাপারে আর্পস দোষ স্বীকার করলে তাকে এ শাস্তি দেওয়া হয়।