গাড়ির সামনের কাচে হঠাৎ ফণা তুলল বিশাল সাপ... তারপর?

Looks like you've blocked notifications!

চলন্ত গাড়ির সামনের কাচে (উইন্ডশিল্ড) ফণা তুলছে সাপ। মার্কিন গণমাধ্যম ইউএস টুডের ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। চলন্ত গাড়িতে বিশালাকার সাপ দেখে ঘাবড়ে না গিয়ে দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করায় নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন গাড়িচালক।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস শহরে। গাড়ি করে যাচ্ছিলেন দুই ব্যক্তি। হঠাৎ তাঁরা খেয়াল করেন, তাঁদের গাড়ির সামনের কাচে একটি বড়সড় সাপ। কোথা থেকে হঠাৎ উদয় হলো সাপটি, তা বুঝতে পারেননি গাড়িতে থাকা ব্যক্তিদ্বয়। বেশ কিছুক্ষণ গাড়ির সামনের কাচে ফণা তুলে ছিল সরীসৃপটি। এ সময় গাড়িচালক বুদ্ধি করে গাড়ির ওয়াইপার চালু করে দিলে এর ধাক্কায় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় সাপটি।

ভিডিওটি দেখুন এখানে :