লিবিয়ায় অভিবাসী শিবিরে বিমান হামলায় এক বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!

লিবিয়ার অভিবাসী শিবিরে বিমান হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরো দুজন। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ওই অভিবাসী শিবিরে ১৩ জন বাংলাদেশি ছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন।

বুধবার ত্রিপোলির বাইরে একটি বন্দিশিবিরে ওই হামলায় অন্তত ৪০ জন অভিবাসী নিহত হন। আহত হয়েছেন আরো অন্তত ৮০ জন। এই হামলা 'যুদ্ধপরাধ' বলে বিবেচিত হতে পারে বলে জাতিসংঘ বলছে।

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার বলেছে, বিরোধীদের বিমান হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। খালিফা হাফতার এর নেতৃত্বে সরকার বিরোধীরা অবশ্য এই হামলার জন্য সরকারি বাহিনীকে দায়ী করেছে।

নিহতদের মধ্যে বেশিরভাগই আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তাঁরা।

এখানকার সরকার পরিচালিত বন্দিশিবিরে হাজার হাজার অভিবাসীকে আটকের পর রাখা হয়। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা. খালিদ বিন আত্তিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বর্ণনা দেন।