Beta

ভারতে ফ্যানে ঝুলছে মেজরের লাশ, পাশে সুইসাইড নোট

০৯ জুলাই ২০১৯, ২৩:০১

অনলাইন ডেস্ক

সুইসাইড নোট লিখে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন জেসি বড়ুয়া নামের এক ভারতীয় সেনা কর্মকর্তা। ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার মেজর পদে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার সকালে দিল্লির নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে মৃত্যুর আগে নিজের লেখা সুইসাইড নোটে তিনি কাউকে দায়ী করে যাননি।

মঙ্গলবার সকালে দিল্লির নিজ বাড়ি থেকে ৫১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তার দেহ উদ্ধার করে পুলিশ। একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে জেসি বড়ুয়ার বাড়ি থেকে। সেই নোটে তিনি উল্লেখ করেছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন।

পুলিশ জানায়, সকালে ঝুলন্ত অবস্থায় জেসি বড়ুয়াকে দেখতে পান ফ্ল্যাটের পরিচারিকা। তিনি প্রতিবেশীদের ডেকে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেসি বড়ুয়ার মরদেহ উদ্ধার করে।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। ঘটনাটির তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

Advertisement