প্লাস্টিক খেয়ে চিড়িয়াখানায় ৯ হরিণের মৃত্যু

Looks like you've blocked notifications!

পশ্চিম জাপানের বিখ্যাত নারা পার্কে সম্প্রতি পলিথিন ব্যাগ গিলে নয়টি হরিণ মারা গেছে। নারা পার্কে প্রায় এক হাজার হরিণ রয়েছে।

সংবাদমাধ্যম এবিসি তাদের এক খবরে জানায়, পর্যটকরা কাছের দোকানে বিক্রি হওয়া চিনিমুক্ত বিস্কুট হরিণদের খেতে দিতে পারেন। বিস্কুট প্লাস্টিকের মোড়কে না থাকলেও পর্যটকরা এমনিতে এ ধরনের ব্যাগ বহন করেন। একজন পশু-চিকিৎসক জানান, হরিণগুলো হয়তো খাবারের সঙ্গে পলিথিনও গিলে ফেলেছিল।

নারা ডিয়ার প্রিজার্ভেশন ফাউন্ডেশন জানিয়েছে, পাকস্থলীতে প্লাস্টিক থাকা ১৪টি হরিণের মধ্যে ৯টি গত মার্চের পর থেকে মারা গেছে।

তাদের পাকস্থলী থেকে দলা পাকানো প্লাস্টিকের আবর্জনা ও খাবারের প্যাকেট উদ্ধার করা হয়েছে।

খবরে আরো বলা হয়, পশু-চিকিৎসক রি মারোকু বলেন, মারা যাওয়া হরিণগুলো এতটাই রোগা ছিল যে এগুলোর হাড় বাইরে থেকে অনুভব করা যেত।

হরিণের পাকস্থলীতে চারটি প্রকোষ্ঠ থাকে। তারা খাওয়া জিনিস হজম করতে না পারলে অপুষ্টি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে মারা যায়।