পাহাড়ে ধাক্কা লেগে বিমান বিধ্বস্ত, নিহত ৩
অস্ট্রিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় টাইরল রাজ্যে জার্মান সীমান্তের কাছে অবস্থিত ওয়েটার্টারাইন পর্বতমালার বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি পাহাড়ে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের মতে, বিমানটি ভূমি থেকে প্রায় ২৩০০ মিটার উচ্চতার একটি পাহাড়ে ধাক্কা লাগে। উদ্ধার কর্মীদের কঠিন এই ভূখণ্ডে অনুসন্ধান একটি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।
কর্তৃপক্ষ এখনো বিমান বিধ্বস্তের কারণ চিহ্নিত করতে পারেনি। অস্ট্রিয়ান সংবাদপত্র ক্রোনে জানায় যে, বিমানটি প্রতিবেশী দেশ ইতালি থেকে উড্ডয়ন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এখনো অব্যাহত আছে।