মদিনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবের মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কামাল উদ্দিনের। ছবি : এনটিভি
সৌদি আরবের মদিনায় কামাল উদ্দিন (৩৩) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেল চারটার দিকে মদিনার মালিক ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দয়ার পাড়া এলাকায়। তাঁর বাবার নাম আলী মিয়া।
কামাল উদ্দিনের বন্ধু জাহাঙ্গীর আলম বাবুল এনটিভি অনলাইনকে বলেন, গত শুক্রবার বিদ্যুতের কাজ করার সময় তারের সঙ্গে শর্ট লেগে কামাল উদ্দিন অগ্নিদগ্ধ হন। পরে তাঁকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল সেখানে তাঁর মৃত্যু হয়।
জাহাঙ্গীর আলম আরো বলেন, কামাল উদ্দিনের লাশ বর্তমানে মালিক ফাহাদ হাসপাতালে রাখা আছে।