নিরাপত্তা ঝুঁকিতে কায়রোগামী সব ফ্লাইট বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের
নিরাপত্তাজনিত পূর্বসতর্কতা হিসেবে এক সপ্তাহের জন্য মিসরের রাজধানী কায়রোগামী সব ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তা ইস্যুর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ব্রিটিশ এয়ারওয়েজ।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো এয়ারপোর্টের এক মুখপাত্র জানিয়েছেন, ফ্লাইট বাতিলের বিষয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্রিটিশ এয়ারওয়েজ।
ফ্লাইট বাতিলের বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা করে থাকি। সে কাজের অংশ হিসেবে পূর্বসতর্কতামূলকভাবে কায়রোগামী আমাদের ফ্লাইটগুলো সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।’
‘যাত্রীদের নিরাপত্তা সব সময় আমাদের কাছে অগ্রাধিকার পায়। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করব না আমরা।’
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্যের নাগরিকদের মিসরে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়। মিসরে ভ্রমণ বিষয়ে তথ্য হালনাগাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে সন্ত্রাসের বড় ঝুঁকি রয়েছে।